বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

খাদেরগাঁও ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাওলাদার
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার ও ইউপি সদস্যরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হল রুমে এক দোয়ানুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালীর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন ও নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার। দোয়ানুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী চেয়ারম্যান।

নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার বলেন, আমি এর আগেও এই ইউনিয়ন পরিষদের দুই দুইবারের মেম্বার ছিলাম। ইউনিয়নের জনগণ তাদের সেবায় আমাকে পছন্দ করে এবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এজন্যে ইউনিয়নবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি পরিষদকে সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করবো। আমাদের যতোটুকু ক্ষমতা সে অনুযায়ী সবক্ষেত্রে সুষম উন্নয়নের চেষ্টা করবো। সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর ইউনিয়ন গড়ার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মানসী সাহা, ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়