বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

এবারের সংগ্রাম হবে শেখ হাসিনার হাত থেকে দেশবাসীকে মুক্ত করার সংগ্রাম
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেককাটা ও আলোচনা সভা করেছে জেলা মহিলা দল। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডঃ মুনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাডঃ রেহেনা ইয়াসমিন কচি, অ্যাডঃ কোহিনুর রশিদ, পৌর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন রহমান প্রমুখ।

সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, সাংগঠনিক সম্পাদক পারুল আক্তার, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ ইয়াসমিন আক্তার পুতুল, প্রচার সম্পাদক ঈশিতা মাসুদসহ জেলা মহিলা দলের অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আনোয়ার বাবলু বলেন, এবারের সংগ্রাম হবে স্বৈরাচারী শেখ হাসিনা হাত থেকে দেশবাসীকে মুক্ত করার সংগ্রাম।

এ সময় মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, আজ মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি না। কারণ আমাদের নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার। তাই আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দল আর ঘরে বসে থাকবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মহিলা দল রাজপথে থাকবে। আলোচনা পর্ব শেষে কেক কেটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়