বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক

শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, নিজ মেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, আমাকে হেয়প্রতিপন্ন করতে একটি মহল আমার বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমার সততা ও সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় একটি পক্ষ আমাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আমার ভাবমূর্তি ক্ষুণœ করে যাচ্ছে। সম্প্রতি সরকার কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ে ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। আমরা প্রধান শিক্ষকগণ আলোচনার মাধ্যমে একমত হয়ে বিদ্যালয়ের আনুষঙ্গিক জিনিসপত্র ক্রয় করি। শবনম ট্রেড ইন্টারন্যাশনাল কর্তৃক ৫ হাজার ১শ’ টাকার জিনিসপত্র বিদ্যালয়ে পৌঁছে দেয়া হয়। এ ক্ষেত্রে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পক্ষ থেকে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উক্ত জিনিসপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে সকল তথ্য প্রমাণ রয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষক সমিতির নেতৃত্ব দিয়ে আসছি এবং নিজ মেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। সরকারি নির্দেশনা বজায় রেখে সহকর্মীদের সাথে নিয়ে আমি আমার বিদ্যালয় পরিচালনা করে থাকি। আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে তারা আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি তাদের এ ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আশা করি তারা এ জঘন্য মিথ্যাচার থেকে ফিরে এসে গঠনমূলক সমালোচনা করবে এবং বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা পালন করবে।

জিডি-৯৮১/২২

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়