প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
বর্ণাঢ্য আয়োজনে কচুয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মহিউদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান প্রমুখ ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটারগরিতে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।