প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন পরিষদ আনন্দ র্যালি ও বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেছে। শনিবার সকাল ৯টায় কড়ইয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের আয়োজন করা হয়।
সম্প্রচারিত অনুষ্ঠান শেষে কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ওয়ালী উল্যাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি আলী আকবর শেঠ, নির্বাহী সদস্য জিসান আহমেদ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামছ মিঠু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুকুর আলম মৃধা প্রমুখ।
ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উদ্যাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।