সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০

কচুয়ায় প্রবীণ আওয়ামী লীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ
মেহেদী হাসান ॥

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদ্‌যাপন উপলক্ষে কচুয়ার এক প্রবীণ আওয়ামী লীগ নেতা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। এই আওয়ামী লীগ নেতা হচ্ছেন কচুয়া বাজারের মেসার্স আল-আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান (৭০)। তিনি ব্যক্তিগত উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেন।

শনিবার সকাল ৯টায় কচুয়া বাজারে তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা আবু বকর ফরাজী। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশের কল্যাণ কামনা করা হয়। তারপর উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি ও বিরিয়ানী বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মণ্ডসাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দীন মানিক, সনতোষ চন্দ্র সেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি, প্রকৌশলী আঃ মান্নান, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, কচুয়া কণ্ঠের নির্বাহী সম্পাদক মেহেদী হাসান, বাজার ব্যবসায়ী মোঃ শাহজাহান, এমরান হোসেন, সেলিম মিয়া ও আবুল কালামসহ বাজার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়