প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
জলাভূমিকে ব্যবহার করে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ বিষয়ে ফরিদগঞ্জে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৬জুন রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৬টি ইউনিয়নের ৬০জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোকন চন্দ্র চক্রবর্তী।
বালিথুবা পশ্চিম, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গোবিন্দপুর দক্ষিণ এবং ফরিদগঞ্জ পৌর এলাকার মোট ৬০ জন কৃষক উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে বিষমুক্তভাবে এবং নদীর অববাহিকাকে ব্যবহার করে সবজি ও মসলা উৎপাদন বাড়ানোর বিষয়টি জানানো হয় ও শিক্ষা দেয়া হয়।