প্রকাশ : ২৫ জুন ২০২২, ০০:০০
আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ মোঃ হেলাল উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের কোমরকাশা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন লিটন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, সদর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।