শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০

বিশ্বশান্তি কামনায় পুরাণবাজার লোকনাথ মন্দিরে সপ্তাহব্যাপী ব্যাপক ধর্মীয় উৎসব
স্টাফ রিপোর্টার ॥

বিশ্বশান্তি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ শিবকল্পদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২তম তিরোধান উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুর পুরাণবাজার শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রম কমিটির ভক্তবৃন্দ। বিগত দু বছর করোনার কারণে মন্দির প্রাঙ্গণে নিয়মের তিরোধান উৎসব পালন করা হলেও এ বছর ব্যাপক আয়োজনে তিরোধান উৎসব উদ্‌যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে শ্রীশ্রী লোকনাথ বাবার ভক্তগণ। এ বছর আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে ২৮, ২৯ ও ৩০ মে মন্দির ও আশ্রম প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ। পাঠ করবেন মাগুরার বিশিষ্ট পাঠক শ্রী মাধব গোস্বামী।

৩০ মে সোমবার পাঠ শেষে ভক্ত নর-নারী সমবেত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নগর কীর্তন ও পরিক্রমা, গঙ্গা আবাহন, মাঙ্গলিক ঘট স্থাপন ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ অধিবাস।

পরদিন ৩১ মে মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত হতে ৩ জুন শুক্রবার পর্যন্ত ৩২ প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, লোকনাথ বাবার বাল্যভোগ, ষোড়ষ পূজা, উপবাস ব্রত পালন (তিরোধান সময় হতে দুপুর ১২টা পর্যন্ত উপবাস ব্রত), দুপুর ১টায় বাবার রাজভোগ শেষে মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় মিশ্রিভোগ ও ফলভোগ নিবেদন।

পরদিন অর্থাৎ ৪ জুন শনিবার সূর্যোদয়ে নামযজ্ঞ সমাপনান্তে কুঞ্জভঙ্গ, হরিনাম সংকীর্তন সহকারে নগর পরিভ্রমণ, দধিভা- ভঙ্গ, জলকেলী ও সপ্তাহব্যাপী ধর্মীয় উৎসবের সমাপন। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন শ্রী কুলেশ্বরী সম্প্রদায় (নেত্রকোনা), শ্রী অমৃতবাণী সম্প্রদায় (নেত্রকোনা), শ্রী রাখাল সম্প্রদায় (বরিশাল), শ্রী জয় জগদানন্দ সম্প্রদায় (পিরোজপুর), শ্রী মদন গোপাল সম্প্রদায় (বাগেরহাট) ও শ্রী বেদবানী সম্প্রদায় (কুমিল্লা)।

আয়োজিত সকল অনুষ্ঠানে জাতি-ধর্মণ্ডবর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রমোদ কুমার দাস ও সাধারণ সম্পাদক শ্রী দীপক রায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়