প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
২৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে জাঁকজমকভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে নজরুল-সন্ধ্যা দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)-এর সভাপ্রধানে দূতাবাসের প্রেস সচিব মোঃ ফখরুল ইসলামের সঞ্চালনায় সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, নৃত্য এবং কোরাস গান স্থানীয় শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলো নজরুল একাডেমি, রিয়াদণ্ডবাংলাদেশ থিয়েটার, বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল ইংরেজি শাখা, বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল বাংলা শাখা, শ্যাডোসহ রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।