শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মে ২০২২, ০০:০০

মার্কেন্টাইল ব্যাংকের পুনরায় ভাইস চেয়ারম্যান হলেন এম. এ. হান্নান
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জের কৃতী সন্তান ব্যবসায়ী আলহাজ এম. এ. হান্নানকে পুনরায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। রোববার (২২ মে) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর আগেও তিনি দেশের তৃতীয় প্রজন্মের এ বাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

নির্বাচিত হওয়ার পর এম. এ. হান্নান বলেন, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ও ব্যাংক ম্যানেজমেন্টের নিয়ম অনুসারে চলছে মার্কেন্টাইল ব্যাংক। অতীতের ন্যায় গ্রাহকসেবার মান আরো উন্নয়নের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে মার্কেন্টাইল ব্যাংক-এ প্রত্যাশা করছি।

জানা যায়, শিল্পপতি ও সমাজসেবক এম. এ. হান্নান দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। তিনি ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি ক’টি গার্মেন্টস ও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিতপ্রাণ কর্মী। বিশেষ করে তাঁর নিজ জন্মস্থান ফরিদগঞ্জে স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এম. এ. হান্নানকে শুভেচ্ছা জানিয়েছেন ফরিদগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়