বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে উপবৃত্তি বাস্তবায়নে ওরিয়েন্টেশন কোর্স
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২২ মে রোববার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপ্রধানে ও একাডেমিক সুপারভাইজার আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি।

অনুষ্ঠানে সমাপনী পর্বে সভাপতির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগের জন্যে শিক্ষাক্ষেত্রে আমরা আরেক ধাপ এগিয়ে যাবো। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ও আমাদের গরিব মেধাবী শিক্ষার্থীরা যেনো ঝরে না পড়ে তার জন্যে আমাদের প্রধানমন্ত্রীর এ উদ্যোগ প্রশংসনীয়।

কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মোঃ সেলিম। দিনব্যাপি এ কর্মশালায় ফরিদগঞ্জ উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়