প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০
প্রেমে ব্যর্থ হয়ে ব্রিজ থেকে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়ে সুমি আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা তরুণী আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল ১৯ মে বুধবার সকালে চাঁদপুর শহরের নতুনবাজার-পুরানবাজার ব্রিজে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতিয়া নদীতে থাকা একটি মালবাহী কার্গোর শ্রমিকরা ঘটনা দেখতে পায়। তাৎক্ষণিক শ্রমিকরা নদী থেকে এই তরুণীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে সুমি জানায়, সে শহরের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। গত ১ বছর ধরে তার সাথে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হৃদয় হাওলাদার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। হৃদয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হলে হৃদয় হাওলাদার তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং তার পেটে থাকা অনাগত সন্তান মেরে ফেলতে বলে। প্রেমিকের কাছ থেকে এ অপমান সহ্য করতে না পেরে গতকাল ১৯ মে সকালে এ বিষয় নিয়ে হৃদয় হাওলাদার তার মামা হানিফা গাজীর সহযোগিতায় সুমিকে ব্যাপক মারধর করে। এ অবস্থায় রাগে ক্ষোভে এবং লোকলজ্জার ভয়ে সুমি ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগের দায়িত্বরত সিনিয়র নার্স জানান, মেয়েটি যখন হাসপাতালে ভর্তি হয় তখন সে অজ্ঞান ছিলো। প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হলে সে নিজেকে অন্তঃসত্ত্বা বলে জানায়। বর্তমানে মেয়েটি অনেকটা ভালো আছে।
এদিকে ব্রিজ থেকে তরুণী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় অবশেষে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্যে দালাল চক্র হাসপাতাল ও থানা প্রাঙ্গণে তদবির করতে থাকে। এ ঘটনায় কোনো ধরনের অভিযোগ যাতে না দিতে পারে সেজন্যে সুমি আক্তারের পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে।