শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০

সরকারের সংগ্রহে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ করছে। সরকারের সংগ্রহে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে এবং এর সুফল জনগণ পাচ্ছে। যারাই ধান দিবেন তারা আর্দ্রতা ভালো করে পরীক্ষা করে দিবেন। যাতে ধানটা গুদামে থাকলে নষ্ট না হয়। সেদিকে সবাই খেয়াল রাখবেন। ধান ও চাল সংগ্রহ অভিযানে সবাই সহযোগিতা করবেন। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে মতলব উত্তর উপজেলায় বোরো ধান সংগ্রহ-২০২২-এর অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন, অফিস সহকারী সিরাজুল ইসলাম, কৃষকলীগ নেতা ইলিয়াস প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এবার বোরো মৌসুমে মতলব উত্তর উপজেলা থেকে ১ হাজার ৩১১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা এবং ৩৬ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধান ২৭ টাকা কেজি ও চাল ৪০ টাকা কেজি দরে ক্রয় করা হবে। যারা কার্ডধারী নিবন্ধিত কৃষক তারা প্রতিজন সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান দিতে পারবেন। সকলের টাকা নিজস্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করবে সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়