প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০
হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১০ হাজার টাকা ও শাহরাস্তি উপজেলার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন রুবেল ১৯ মে বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এর আগে ১৮ মে বুধবার মোঃ নূর হোসেন রুবেল হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ জরিমানা আদায় করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির দায়ে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত রাখা হবে।