প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা, আহরণ ও বাজারজাত থেকে বিরত থাকার জন্যে জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ইউনিয়নের মোট ৪৩০ জন নিবন্ধিত জেলের মাঝে প্রতিজনকে ৮০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ তানভীর হাসান, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, ইউপি সচিবসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ।