শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০

ইলিশ সম্পদ রক্ষায় আমাদেরকে দায়িত্বশীল হতে হবে
শামীম হাসান ॥

‘মুজিববর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো, জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ’ স্লোগানে ফরিদগঞ্জে ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা রক্ষায় সচেতনতামূলক সভা সম্পন্ন হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার উপজেলা মৎস্য দপ্তর কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা। তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষায় আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে। জাটকা থেকে ইলিশ খেতে যেমন বেশি স্বাদ, তেমন যে জেলে বড় মাছ বিক্রি করে তিনিও একটু বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আমাদের মনে রাখতে হবে, জাটকা ধরা বন্ধ করতে পারলেই আমরা বড় ইলিশ পাবো।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিল্টন দস্তিগার, যুবলীগ নেতা আকবর হোসেন মনির ও ফরিদগঞ্জ থানার এসআই সেলিমসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়