প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০
USAID I Democracy international -এর সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলার আয়োজনে ‘ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় স্পীকার প্যানেলে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। সঞ্চালনায় ছিলেন ফয়সাল গাজী বাহার।
বক্তব্য রাখেন মাল্টিপার্টি ফোরামের সভাপতি মুনীর চৌধুরী (বিএনপি)ও সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী (আওয়ামী লীগ)। সার্বিক সহযোগিতায় ছিলেন ডিআই কুমিল্লা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার ও মাসুদুর রহমান। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।