প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০
গতকাল ১৮ মে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এসআই আবদুল কুদ্দুসসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জের ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়নের রুস্তমপুর থেকে দু মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মোঃ সৌরভ হোসেন প্রকাশ জাকির (২৪) (পিতা মোঃ সবুজ হোসেন)-এর কাছ থেকে ২০ পিচ ইয়াবা এবং এসআই রুবেল ফরাজী ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে মোঃ শরীফ মিজি (৩৬)কে ৩শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।