শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০

খাদ্যের অন্যতম উপাদান প্রাণিজ আমিষের যোগান আসে মাছ ও গবাদিপশু থেকে
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে আমান ফিডের আয়োজনে ‘আধুনিক খামার গড়ি’ শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। ১৮ মে বুধবার ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মেসার্স রুবেল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিন সকালে আমান ফিডের ম্যানেজার মিজানুর রহমান হাওলাদারের উপস্থাপনায় সূচনা বক্তব্য রাখেন কাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমান ফিডের ডিজিএম কৃষিবিদ আল আমিন। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, খাদ্যের অন্যতম উপাদান প্রাণিজ আমিষের যোগান আসে মাছ ও গবাদিপশু থেকে। আমান ফিড বর্তমানে প্রতি কেজি খাদ্য উৎপাদনে ৪.২২ টাকা লস দিয়ে আসছে। গবাদিপশু এখন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পালন করতে হয়। যার জন্যে অবশ্যই শিক্ষার প্রয়োজন হয়। পোল্ট্রি মুরগির দাম বেড়ে গেলেই আমরা কেন বেড়ে গেল তা নিয়ে উত্তেজিত হয়ে যাই। আমাদের দেখতে হবে উৎপাদনকারীর খরচ কত হচ্ছে। এখান থেকেই আয়কৃত অর্থ দিয়ে কিন্তু একজন খামারী সংসার পরিচালনা করে থাকেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে আমান ফিডের সিনিয়র কর্মকর্তা কাজী শহিদুল হক আফসারী বলেন, আমাদের জিডিপির উন্নয়নে দ্বিতীয় অবস্থানে রয়েছে কৃষি, মৎস্য, গবাদিপশু, পোল্ট্রি এসবের সমন্বিত কৃষি। সারাবিশ্বে পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য উৎপাদনের ব্যয় বেড়ে গেছে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত আমান ফিডের ডিলার এবং মৎস্য খামার ব্যবসায়ীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন আমান ফিডের এজিএম ও প্রশিক্ষক রইসুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা জামে মসজিদের খতিব হাবিবুর রহমান, এসপি ট্রেডার্সের স্বত্বাধিকারী এমএ সায়েদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের আমান ফিডের পরিবেশক ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়