শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০

ইবতেদায়ী মাদ্রাসার সঙ্কট নিরসন না হলে মাদ্রাসা শিক্ষার সকল অর্জন ম্লান হয়ে যাবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল ১৮ মে বুধবার বিকেলে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ড. একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে ড. একেএম মাহবুব বলেন, ইবতেদায়ী মাদ্রাসার সঙ্কট নিরসন না হলে মাদ্রাসা শিক্ষার সকল অর্জন ম্লান হয়ে যাবে। উপবৃত্তিসহ প্রাথমিক বিদ্যালয়ের মতো সুযোগ সুবিধা না থাকায় এবং নতুন ইবতেদায়ী মাদ্রাসার অনুমোদন বন্ধ থাকায় ইবতেদায়ী শাখার সঙ্কট চরম আকার ধারণ করেছে।

সভায় আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার জেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করা হয়। আগামী ১০ জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ উপজেলা শাখার কাউন্সিল ও মেয়াদ বিদ্যমান থাকা উপজেলাগুলোতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের উপস্থিতিতে বিশেষ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা জমিয়তের কাউন্সিল সফল করার জন্যে নিম্নবর্ণিত ৩ জন উপদেষ্টা ও ৭ সদস্য নিয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা অধ্যক্ষ আনম মহিব্বুল্লাহ, উপদেষ্টা অধ্যক্ষ আইম জাকারিয়া চৌধুরী, অধ্যক্ষ মাওঃ মোস্তাফিজুর রহমান খান, আহ্বায়ক অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ মাইনুদ্দীন, সদস্য সচিব অধ্যক্ষ মাওঃ এটিএম মোস্তফা হামিদী, সদস্য অধ্যক্ষ মাওঃ নূরুল আলম মজুমদার, অধ্যক্ষ মাওঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান ও সুপার মাওলানা মোঃ জিয়াউদ্দীন খন্দকার।

সভায় উপস্থিত ছিলেন এইচএম আনোয়ার মোল্লা, উপাধ্যক্ষ ফরিদগঞ্জ কামিল মাদ্রাসা, অধ্যক্ষ আনম মহিব্বুল্লাহ, মাওঃ আইম জাকারিয়া চৌধুরী, মাওঃ মোস্তাফিজুর রহমান খান, অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দীন, অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যক্ষ নূরুল আলম মজুমদার, উপাধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান, সুপার মাওঃ মোঃ জিয়াউদ্দীন খন্দকার, মাওঃ মোঃ মনির হোসেনসহ আরো বিশেষ ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়