প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মাহবুবুল আলমের প্রথম জানাজা চাঁদপুর জেলা জজ আদালত চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার বাদ আসর আদালত চত্বরে মরহুম অ্যাডঃ মাহবুবুল আলমের জানাজায় ইমামতি করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু ও মরহুমের মামা মুনির চৌধুরী।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুল ইসলাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবীব, মরহুমের মামা শরীফ চৌধুরীসহ বিচারক ও আইনজীবীরা।
রাতে তার নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া মোল্লা বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মাহব্ুুবুল আলম ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল ১৮ মে সকাল সাড়ে ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
অ্যাডঃ মাহবুবুল আলম বসবাস করতেন চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায়। তিনি ২০১৮ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে এন্ডরোলমেন্টের পর ওই বছরের ৩১ ডিসেম্বর চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সদস্য ছিলেন। তার মৃত্যুতে আজ বৃহস্পতিবার ফুল কোট রেভারেন্সসহ শোকসভা অনুষ্ঠিত হবে।