প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সংস্থার নির্বাচিত সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্যরা। বুধবার ১৮ মে বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপারসহ ক্রীড়া সংগঠকরা। এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম আখন্দ, সালাউদ্দিন আহমেদ শান্ত, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, আবু পাটোয়ারী, তমাল ঘোষ, মনোয়ার চৌধুরী, শরীফ মোঃ আশরাফুল হক, অ্যাডঃ হেলাল হোসেন, ফেরদৌস মোর্শেদ জুয়েল, অ্যাডঃ সেলিম আকবর, শাহির হোসেন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য তপন চন্দ, মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি শিপ্রা দাসসহ অন্যরা।