শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মে ২০২২, ০০:০০

অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ছিলেন বর্তমান প্রজন্মের আদর্শ
অনলাইন ডেস্ক

গতকাল ১৮ বুধবার হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান, মোঃ সেলিম মিয়া, আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ছিলেন একজন সৎ, যোগ্য ও দক্ষ শিক্ষক। তিনি রাজনৈতিক জীবনে ও সামাজিক জীবনে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন। তিনি হাজীগঞ্জ উপজেলার একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।

অধ্যক্ষ মোঃ মাসুদ আহম্মদ স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যোগদান করার আগে থেকেই অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার স্যারের সাথে আমার পরিচয়। শিক্ষক হিসেবে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে এবং সামাজিক ব্যক্তি হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সুপরিচিত। অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারের কাছ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে।

অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়