প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ও হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে জাটকা রক্ষা কর্মসূচির শেষ কিস্তির জেলে চাল বিতরণ করা হয়েছে। ১৭ মে মঙ্গলবার স্ব স্ব ইউনিয়ন পরিষদে তালিকাভুক্ত জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
চরভৈরবী ইউনিয়নে এই চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মাস্টার। এদিন এই ইউনিয়নে ২১১৫ জন জেলের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ জিল্লুর রহমান জুয়েল, ইউপি সচিব আজহারুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ।
ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন ইউপি সচিব আনোয়ার হোসেন। দুদিন আগে নদীর ওপারে চরফতেজংপুরে চেয়ারম্যান কাশেম খান এই ইউনিয়নের ১৯১২ জন জেলের মাঝে এই চাল বিতরণ করেন। মঙ্গলবার সকালে ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নয়ন মোল্লা, ইউপি সদস্য সিরাজ দিদার, সেলিম বেপারী ও সফিক আখন্দ।
হাইমচরের চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাস্টার জানান, বাদ পড়া জেলেদেরও সমন্বয় করে সরকারি চাল দেয়া হয়।