প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মিলাদে অংশ নেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, অর্থ সম্পাদক নাজমুল হক মিঠু, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী সহ-সভাপতি আতাউর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, যুবলীগ নেতা শরিফ, কচুয়া পৌর বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহআলম প্রমুখ। দোয়া-মিলাদের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। এ সময় তিনি বলেন, ১৯৮১ সালে আজকের এই দিনে দেশে ফেরার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্বাসিত জীবনের ইতি ঘটে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের হত্যার পর প্রায় ৬ বছর বিদেশে নির্বাসিত ছিলেন আমাদের নেত্রী। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ জামাল হোসেন।