প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। আজকে বাংলাদেশ তথ্য প্রযুক্তির দেশ। গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বক্তারা আরো বলেন, কিছু কিছু প্রত্যাবর্তন ঐতিহাসিক, কিছু ফিরে আসা জাতির বৃহৎ পরিবর্তন ঘটায়। ১৯৮১ সালের ১৭ মে জননেত্রীর বাংলাদেশে ফিরে আসাই আজকের আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ। সেদিন কাল বৈশাখীকে উপক্ষো করে বিমানবন্দরে লাখো জনতা উপস্থিত হয়েছিল। দেশে ফিরে আসার পরও শেখ হাসিনাকে হত্যা করার জন্য বার বার হামলা করা হয়েছে। বিএনপি জোট সরকারের আমলে ৪ আগস্টের গ্রেনেড হামলা যার নিকৃষ্ট উদাহরণ।
বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালে জাতির জনককে সপরিবারে হত্যার সময় বোনের বিয়ের কেনাকাটা করতে জননেত্রী ইংল্যান্ডে ছিলেন। রাখে আল্লাহ মারে কে। সে কারণে সেদিন জননেত্রী বেঁচে গিয়েছিলেন। শেখ হাসিনার অবর্তমানেই তাঁকে দলের সভাপতি করা হয়েছিলো সকলের সর্বসম্মতিক্রমে। শেখ মুজিব ও শেখ হাসিনাকে বাদ দিয়ে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার দূরদর্শী রাজনীতি ও দীপু মনির মতো আদর্শিকতার জন্যে ৩৫ বছর পর চাঁদপুরে আওয়ামী লীগ জয়ী হয়। শেখ হাসিনা দেশে ফিরে আবারও আওয়ামী লীগ সুসংগঠিত করে ১৯৯৬ সালে দলকে ক্ষতায় আনেন। এরপর থেকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন সাধন করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ও জেলা পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদস্য মোজাহের হোসেন টিটু, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি, কাউন্সিলর মোঃ সোহেল রানা প্রমুখ।
পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন বাসু।