প্রকাশ : ১৭ মে ২০২২, ০০:০০
শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনায় ৭ জনকে বহিষ্কার করেছে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। সোমবার এ বিষয়ে শ্রেণিকক্ষে নোটিস দেয়ার বিষয়টি মুঠোফোন নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক। সিনিয়র ও জুনিয়র নিয়ে শিক্ষার্থীরা মারামারিতে জড়ায়। তবে ভিন্ন একটি পক্ষ দাবি করেছে, এটি সাময়িক বহিষ্কার। রোববার এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আফতাব নামের এক শিক্ষার্থী অপর এক শিক্ষার্থীকে মুঠোফোনে উত্ত্যক্ত করে আসছিলো। এই ঘটনায় সিনিয়র বড় ভাই হিসেবে এসএসসি পরীক্ষার্থী মাহতাব ও তার সহপাঠীদের কাছে নালিস দেয় ওই শিক্ষার্থী। এর ফলে সিনিয়র ও জুনিয়র গ্রুপের দুই দফা মারামারির ঘটনা ঘটে। পরে আফতাবের পরিবার বিষয়টি অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ আকারে দায়ের করেন।
বিষয়টি স্বীকার করে সংবাদকর্মীদের অধ্যক্ষ আবু ছাইদ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনার যেন বাড়াবাড়ি না হয় সেজন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। পরবর্তীতে তাদের পক্ষ থেকে লিখিত আবেদন ও সন্তোষজনক জবাব দিলে সাময়িক বহিষ্কারের আদেশটি প্রত্যাহার করা হবে।