শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মে ২০২২, ০০:০০

গোলাম মোস্তফা বাবু প্যানেল বিপুল ভোটে জয়ী
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্যানেলের সকলেই জয়ী হয়েছেন। বিপুল ভোটে পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করে। বাবু ৪র্থবারের মতো জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন। তাঁর প্যানেলের নির্বাচনে অংশ নেয়া নির্বাহী সদস্য পদে ১৪ জন প্রার্থীও জয়লাভ করেছেন। জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ মে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। নির্বাচনে অংশ নেয়া গোলাম মোস্তফা বাবুর প্যানেলের প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সফিউল আজম রাজন পেয়েছেন ৯ ভোট।

সাধারণ (নির্বাহী) সদস্য পদে মোঃ জিল্লুর রহমান জুয়েল ৫৩, মোহাম্মদ আলী জিন্নাহ ৫৪, ওমর পাটোয়ারী ৫৫, আবু পাটোয়ারী ৫৩, তমাল কুমার ঘোষ ৫৪, ফেরদৌস মোরশেদ জুয়েল ৫৫, মনোয়ার চৌধুরী ৫৩, মিজানুর রহমান খান ৫৩, আঃ মোতালেব শেখ ৫৩, শরীফ মোঃ আশরাফুল হক ৫৪, শাহির হোসেন পাটোয়ারী ৫২, সুভাষ চন্দ্র রায় ৫৩, অ্যাডঃ সেলিম আকবর ৫৩ ও হেলাল হোসাইন ৫২ ভোট পেয়েছেন। ১৪টি পদে ১৫ জন প্রার্থীর মধ্যে অন্য প্যানেলের মোশাররফ হোসেন পাটোয়ারী ৯ ভোট পাওয়ায় বাকি ১৪ জন সদস্য বিজয়ী হন।

এছাড়া নির্বাচন ছাড়াই সহ-সভাপতি পদে আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জাওয়াদুর রহিম (জে আর ওয়াদুদ টিপু), জাহিদুল ইসলাম রোমান ও নাছির উদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্মণ্ডসম্পাদক পদে আবুল কাশেম আখন্দ ও সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সংরক্ষিত মহিলা সদস্য পদে মাসুদা নূর খান ও শিপ্রা দাস, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি পদে তপন চন্দ ও মোঃ নূরুন্নবী নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার ৫৭ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে একজন ভোটার দেশের বাইরে অবস্থান করায় বাকি ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়