শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মে ২০২২, ০০:০০

পুরাণবাজার রাধা মুরারি মোহন মন্দিরে নৃসিংহদেবের আবির্ভাবতিথি উদ্‌যাপন
স্টাফ রিপোর্টার ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্যে গত ১৫ মে রোববার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী নৃসিংহদেবের আবির্ভাবতিথি উৎসব উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারি মোহন জিউড় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ, ভক্তরক্ষক শ্রী শ্রী নৃসিংহদেবের পূজা, অভিষেক অনুষ্ঠান ও উপবাসী ভক্তদের পুষ্পাঞ্জলি অর্পণ শেষে উপকল্প প্রসাদ বিতরণ। দিনব্যাপী আয়োজিত সকল অনুষ্ঠানে ব্যাপক ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়। ভক্তরা শ্রীশ্রী নৃসিংহদেবের চরণে নিজেদের সুখ, শান্তি ও দেশের মঙ্গল কামনার্থে প্রার্থনা করেন। তাদের ব্যাপক উপস্থিতি, শঙ্খ উলুধ্বনি ও কীর্তনের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাধা মুরারি মোহন জিউড় মন্দিরের প্রধান উপদেষ্টা সমর কান্তি সাহা, প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ রিপন সাহা, সাধারণ সম্পাদক সহদেব বর্মন, সহ-সভাপতি রুমা পাল, কোষাধ্যক্ষ সুমন দেবনাথসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নবনির্মিত মন্দিরটি প্রতিষ্ঠালগ্ন থেকে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি নিয়মিত উদ্‌যাপন করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়