প্রকাশ : ১৭ মে ২০২২, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর সদর উপজেলায় ২য় রাউন্ডের কোয়ার্টার ফাইনাল খেলা ১৪ মে শনিবার অনুষ্ঠিত হয়। এদিন ২নং আশিকাটি ইউনিয়ন বনাম ৪নং শাহমাহমুদ ইউনিয়নের মধ্যকার খেলা হয়। খেলা শুরুর পূর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ আখতার হোসেন, ইউপি সচিব এমএ কুদ্দুস রোকন, আশিকাটি ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।