প্রকাশ : ১৬ মে ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের পশ্চিমে নদীবেষ্টিত চরাঞ্চল রাজরাজেশ্বর ইউনিয়নে জাটকাসহ নদীতে সকল প্রকার জাল ফেলা (মার্চ-এপ্রিল) থেকে বিরত থাকা জেলেদের মাঝে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চাল বিতরণ করা হয়েছে। শুক্র ও রোববার দিনব্যাপী ২ হাজার ২শ’ ৩০ জন জেলের মাঝে প্রতিজনকে দুই মাসের একত্রে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।
সকাল থেকে চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী উপস্থিত থেকে সুষ্ঠুভাবে এসব চাল বিতরণ করেন। ওই ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন ব্যক্তির উপস্থিতিতে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল মহাজন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি শাজাহান মোল্লা, ইউপি সদস্য আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেম্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্দুকসী, শিক্ষক প্রতিনিধি কবির হোসেন মাস্টার, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী গাজী, সাধারণ সম্পাদক শাহাজালাল প্রধানিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল দেওয়ানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।