প্রকাশ : ১৬ মে ২০২২, ০০:০০
সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে গত ১৪ মে রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেডিং টিম চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডস্থ মোঃ হারুন মৃধার চায়ের দোকানের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ ইব্রাহীম (২৫) (পিতাণ্ড মোঃ আঃ ছাত্তার) ও মোঃ আওলাদ (২৬) (পিতাণ্ড সিরাজ মিজি)কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এ ব্যাপারে উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।