প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০
নিষিদ্ধ ঘোষিত কারেন্টজালের খোঁজে চাঁদপুর শহরের পুরাণবাজার সুতাপট্টিতে আকস্মিক অভিযান পরিচালনা করেছে চাঁদপুর কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি টিম। শুক্রবার বেলা ১২টার সময় যোগীপট্টির দুটি দোকানে সুতা ব্যবসায়ীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় এক দোকান থেকে ১৫৩পিচ সাদা জাল পাওয়া যায়। এসব জাল বৈধ বলে দাবি করেন সুতা ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পরে মৎস্য বিভাগের যাচাই-বাছাইয়ের জন্য জালগুলো কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। ছবিতে কারেন্টজাল বিরোধী কোস্টগার্ডের অভিযান পরিচালনার দৃশ্য। ছবি : মিজানুর রহমান।