বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০

১২ অভিযানে ৭১ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা
মিজানুর রহমান ॥

চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে ১৩তম দিনেও কঠোর অবস্থানে ছিলো প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় এবং উপজেলা সদরে বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে এবং অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। তারপরেও মঙ্গলবার প্রধান সড়ক ছাড়াও অলিগলিতে মানুষের জটলা ও যানবাহন চলাচল বেশি দেখা গেছে। কোরবানি ঈদ উদ্যাপনে চলমান লকডাউন শিথিলের সিদ্ধান্ত আসায় রাস্তায় মানুষ এবং যানবাহন যাতায়াত বেড়েছে।

জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গতকাল ১৩ জুলাই চাঁদপুর জেলা-উপজেলা প্রশাসন ১২টি অভিযান পরিচালনা করে ৭১ মামলায় মোট ১ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেছে। জরিমানাতেও সাধারণ মানুষ করোনার ভয়াবহতার বিষয়ে সচেতন ও সতর্ক থাকছে না। নানা অজুহাতে অহরহ রাস্তায় নামছে মানুষ।

এদিন সকাল ৭টা হতে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি প্রতিপালনে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার, কুমিল্লা রোড, কালীবাড়ি রোড, গাছতলা ব্রিজ সংলগ্ন বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী কর। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড প্রদান করা হয়। তাকে সহযোগিতা করেন বিজিবি সদস্যরা।

এছাড়া একই দিন চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও ওয়্যারলেস মোড়ে সাধারণ পাবলিক, বিভিন্ন যাবাহনের যাত্রী, গাড়িচালক, মোটরসাইকেল আরোহীরা সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের নগদ অর্থদণ্ড প্রধান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। এ সময় সেনা কর্মকর্তাসহ সদস্যরা সাথে ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়