বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আলমগীর কবির ॥

হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়

গত ২১ ফেব্রুয়ারি হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরানের নেতৃত্বে অংশ নেন সহকারী সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসি, মোঃ আবুল কাশেম, মাওঃ ছিদ্দিকুর রহমান, আকবর হোসেন সাহিন, আতিকুর রহমান, মোঃ আঃ হান্নান, আঃ কাইয়ুম, মোঃ রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রী।

নাসিরকোট উচ্চ বিদ্যালয়

গত ২১ ফেব্রুয়ারি হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলমের নেতৃত্বে অংশ নেন ১২নং দ্বাদশগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বকাউল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক মনিরুল হক পাটওয়ারীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়

গত ২১ ফেব্রুয়ারি হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি , আলোচনা সভা , দোয়া ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম মিজির নেতৃত্বে অংশ নেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক খোকন চন্দ্র বণিক, মোঃ রবিউল আউয়াল, মোঃ সুমন খানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়

গত ২১ ফেব্রুয়ারি হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে এবং মোঃ তারেক হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মহিউদ্দিন, সীমা বিনতে মিজান, বসিরুল্লাহ প্রধান, দুলাল চন্দ্রসহ বিদ্যালয়ের কর্মচারী ও ছাত্রীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়