প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার করইশ গ্রামের বাসিন্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মাস্টার (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। গত সোমবার শেষ রাতে বার্ধক্যের কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গতকাল ১৩ জুলাই মঙ্গলবার বাদ জোহর করইশ দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্বে মরহুমের জীবনীর উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কচুয়া পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন (বাটা), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, মরহুমের বড় ছেলে কামরুজ্জামান প্রমুখ।