প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলায় যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্বজন সমাবেশের আহ্বায়ক কামরুল হাসান সউদের সভাপতিত্বে ও যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান, বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, জাকির হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, আইসিটি সম্পাদক গাজী মমিন, নিবার্হী সদস্য শিমুল হাসান, আঃ কাদির, সাংবাদিক মামুন হোসাইন, ফরিদগঞ্জ পেপার এজেন্সী ও ম্যাগাজিন হাউজের মালিক মাওঃ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন স্বজন সদস্য পাবেল পাটওয়ারী, সাহেদ শিমুল, মিথুন পাটওয়ারী, ওমর ফারুক স্বপন, ওয়ালিদ বিন পাবেল ও আরমান বাবু। আলোচনা শেষে ওয়াপদা পাঞ্জেগানা মসজিদের ইমাম হাফেজ জয়নাল আবেদিন মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন এবং করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে মুক্তিদানের জন্য দোয়া ও মোনাজাত করেন।