প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দেড়টা থেকে ২টা পর্যন্ত পরিদশর্ক মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে গঠিত রেডিং টিম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বিষ্ণুদী জিটি রোড থেকে মোঃ রাকিব হাসান (পিতা মোঃ জাহাঙ্গীর আলম বেপারী, মাতা রোকেয়া বেগম)কে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে পরিদর্শক বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।