বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে নাতনীকে ডাক্তার দেখাতে গিয়ে নানা হাসপাতালে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে নাতনিকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নানা মোঃ ছালেহ আহম্মেদ গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর ভাঙ্গা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের রায়পুরগামী বেপোরোয়া গতিতে আসা একটি চাল ভর্তি ট্রাক (যশোর-ট-১১-২১৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে আরোহী মোঃ ছালেহ আহম্মেদ (৬৮) গুরুতর আহত হন।

তিনি তার নাতনি হাবিবা আক্তারকে চিকিৎসার জন্য চাঁদপুরে ডাক্তারের কাছে নেয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন। এই ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা আহত অবস্থায় ছালেহ আহাম্মেদকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশা ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়