বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

কামরুজ্জামান টুটুল ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাকিলা বাজারস্থ একটি ভবনের ছাদে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী। বক্তব্য শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ্। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল ও সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু।

বিশেষ অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক হেকিম সোহেল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান তালুকদার, যুগ্ম আহ্বায়ক শরীফ গাজী ও আব্দুল কাদের দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোবারক হোসেন মিয়াজী, এমরান হোসেন মজুমদার প্রমুখ।

বক্তব্য শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে কাউসার আলম বেপারী ও সাধারণ সম্পাদক নুরু গাজীর নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন বিএনপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পরবর্তী তিন কার্য দিবসের মধ্য নবগঠিত সদস্যদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস মিয়া, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শুকুর আলম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক সুমন ও শাহজালাল রাছেল, সদস্য মোহাম্মদ আলী, রনি, খোরশেদ আলম, মাসুম বিল্লাহ, সোহাগ মজুমদার, স্বপন সর্দার প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শুকুর আলম বেপারী, সদস্য সচিব শেখ খোরশেদ, যুবনেতা মাসুদ তালুকদার, আবু বকর তপদার, ছাত্রদলের সভাপতি মোতালেব হোসেন গাজী, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ,আবদুল কাদের দেওয়ান, নজরুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী সমর্থকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়