বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বাগাদীতে বেলায়েত হোসেন গাজী বিল্লালের উদ্যোগে পাঠদান কর্মসূচি
সোহাঈদ খান জিয়া ॥

গত ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের সার্বিক ব্যবস্থাপনায় ও রক্তবিন্দু সমাজসেবা সংস্থার মাধ্যমে বাস্তবায়িত পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৫০ জন গরিব, অসহায় এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ফিতা কেটে বিনামূল্যে পাঠদান কর্মসূচি উদ্বোধন করা হয়।

রক্তবিন্দু সমাজসেবা সংস্থার সভাপতি আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক জেসমিন আক্তার। বক্তব্য রাখেন পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মুনসুর খান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, আমি যতদিন বেঁচে থাকবো আমার ইউনিয়নের অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার জন্যে সহযোগিতা করে যাবো।

উল্লেখ্য, বেলায়েত হোসেন গাজী বিল্লাল প্রতি বছর সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়