প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নূরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকিরের ব্যবস্থাপনায় শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি জাফর আহমেদ। উপস্থিত ছিলেন চাঁদপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বন্ধুকসী, জেলা জাতীয় পার্টি নেতা স্বপন দেওয়ানসহ প্রায় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি। মিলাদ শেষে মরহুম নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সবশেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।