প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ার কড়ইয়া, আশ্রাফপুর ও গোহট উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকালে কড়ইয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ৯টায় ওই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান শিশির।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, নির্বাহী সদস্য আবুল খায়ের মজুমদার, হুমায়ুন কবির, সংবর্ধিত চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, আওয়ামী লীগ নেতা আবু তাহের, সোলেমান মিয়াজী, আলী আকবর শেঠ, মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক শাহজী।
বেলা ১১টায় আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল মাওলা হেলালের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বক্তব্য রাখেন পয়ালগাছা ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আবু তাহের মাস্টার, আওরঙ্গজেব, মামুন, এরশাদ উল্লাহ ও নবনির্বাচিত ইউপি সদস্যা আবু সাঈদ।
ওইদিন বিকেল ৩টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বগ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন। নবনির্বাচিত সদস্য ওসমান গনি পলাশের পরিচালনায় এ অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, ত্রাণ ও সামজকল্যাণ বিষয়ক তৌহিদুল ইসলাম খোকা, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিন উদ্দিন, সহ-সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, যুগ্ম সম্পাদক শাহপরান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।