প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
১১ জুলাই রোববার দুপুরে শ্রমিক নেতা আবু তাহের বন্দুকসীর নেতৃত্বে রিকশা গ্যারেজ মালিক সফিক মুন্সি, আবু জাফর গাজী, মোঃ কামাল শেখ, মিন্টু গাজী, রিপন মজুমদার, দুলাল মাঝি, আরিফ কাজী, শাহজাহানকে সাথে নিয়ে রিকশা, অটোরিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ২০ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত হলো দেশব্যাপী রাস্তায় যানজটের অজুহাতে রিকশা, অটোবাইক, ভ্যানগাড়ি, ইজিবাইক, বডবডি, নছিমন-করিমন বন্ধ করার ঘোষণা। অথচ যেখানে রাষ্ট্রের উদ্যোগে এবং দায়িত্বে আমাদের মতো বেকারকে হাতে কাজ দেয়ার কথা, সেই জায়গায় আমরা বেকারত্বের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে স্বপ্রণোদিত হয়ে ধার-দেনা করে এনজিও-মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সুদ ও কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করে এবং সরকারের অনুমতিতে আমদানি করা মোটর ও ব্যাটারি ক্রয় করে ব্যাটারী রিকশা তৈরি করেছি। এই যানবাহন দিয়ে যাত্রী মালামাল, ছাত্র-শিক্ষক, অফিসের কর্মচারী-কর্মকর্তা, কৃষক-শ্রমিক এমনকি নারী-শিশু-বৃদ্ধ রোগীদের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়ে সেবা করে থাকি। এই ধরনের যানবাহনের সাথে যুক্ত ৫০ লাখ চালক ও তাদের সাথে যুক্ত আছে আড়াই কোটি মানুষ। আমাদের কর্ম ও মুখের ভাত কেড়ে না নেয়ার দাবিতে ৪ দফা-সম্বলিত স্মারকলিপি মাননীয় জেলা প্রাসকের কাছে প্রদান করা হয়।
৪ দফা দাবি হলো : ১. সারাদেশে ব্যাটারীচালিত রিকশা (অটোবাইক), ইজিবাইক, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ৫০ লাখ চালক ও তাদের সাথে যুক্ত আড়াই কোটি মানুষের জীবন রক্ষা করতে হবে। ২. বিকল্প ব্যবস্থা সৃষ্টি করা ছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টিকারীদের উচ্ছেদ করা যাবে না। ৩. প্রতিটি সড়ক-মহাসড়কে পৃথক সার্ভিস রোড নির্মাণ এবং হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। ৪. যথোপযুক্ত নকশা এবং নিরাপদ ব্রেক পদ্ধতি নিশ্চিত করে নীতিমালা প্রণোয়ন করে ব্যাটারীচালিত রিকশার লাইসেন্স প্রদান করতে হবে।