বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০

হাজীগঞ্জে এয়ারটেলের ডিলারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন রবির বহিষ্কৃত ডিলার লিটন
পাপ্পু মাহমুদ ॥

রবি আজিয়াটা লিঃ-এর হাজীগঞ্জ উপজেলার ডিলার ভাই ভাই ট্রেডার্সের প্রোপ্রাইটর ফারুক হোসেন লিটনকে কোম্পানির ঈদের ক্রেডিটের টাকা ফেরত না দেওয়ায় বহিষ্কার করা হয়েছে। কর্মকর্তাদের সাথে অসদাচরণের অভিযাগে ডিলারশীপ বাতিল হওয়ার পর থেকেই রবি হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া এয়ারটেলের ডিলার মরহুম আজিজুল হক খান মাস্টারের ছেলে সাইফুল ইসলাম খান টিপুর বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য ও মিথ্যাচার করছেন।

ভাই ভাই ট্রেডার্সকে চূড়ান্ত বহিষ্কারের আগে তিনটি নোটিস প্রদান করে রবি কর্তৃপক্ষ। প্রথম নোটিসটি ১৫ আগস্ট ২০২০, ২য়টি ৩১ ডিসেম্বর ২০২০ ও ৩য়টি ২৯ জুন ২০২১ তারিখে প্রদান করে। তিনটি নোটিসের পর গত ৫ জুলাই চূড়ান্ত বহিষ্কারের নোটিসটি প্রদান করা হয়।

কোম্পানির ঈদের ক্রেডিটের টাকা পেতে বার বার তাগাদা দেওয়ার পরও রবির বহিষ্কৃত ডিলার ফারুক হোসেন লিটন কর্ণপাত করেননি। নোটিসের জবাব না দেওয়ায় গত ৫ জুলাই রিজিওনাল ম্যানেজার (আরএম) স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে রবির হাজীগঞ্জ ডিলার থেকে ভাই ভাই ট্রেডার্সকে বহিষ্কার করা হয়। বহিস্কারের পরেই ফারুক হোসেন লিটন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমের কাছে এয়ারটেলেল ডিলার সাইফুল ইসলাম খান টিপুর বিরুদ্ধে বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য করে আসছে। এছাড়াও লিটন কোম্পানির ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার মোঃ তৌসিফ ইমামকে গত ৬জুলাই হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডে গালমন্দ ও মারার জন্যে তেড়ে আসে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

এয়ারটেল ডিলার সাইফুল ইসলাম খান টিপু চাঁদপুর কণ্ঠকে বলেন, তিন বছর আগে আমার সহযোগিতায় লিটন রবির ডিলার পেয়েছে। এখন কোম্পানির সাথে দায় দেনার কারণে তার ডিলারশিপ বাতিল হয়েছে। তিনি ঈর্ষান্বিত হয়ে আমাকে নিয়ে বিদ্বেষমূলক ও মিথ্যাচার করছেন। আমি রবি আজিয়াটা লিমিটেড-এর সাথে দীর্ঘদিন ব্যবসা করে আসছি এবং দেশের সব জায়গায় রবি ও এয়ারটেলের একই ডিস্ট্রিবিউটর। তাদের ডিলারশিপ বাতিল হওয়ার পর আমি নিতে আগ্রহ প্রকাশ করেছি।

নাম প্রাকাশে অনিচ্ছুক রবি আজিয়াটা লিমিটেড-এর এক কর্মকর্তা চাঁদপুর কণ্ঠকে জানান, কোম্পানির সকল আইন মেনেই ভাই ভাই ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

ভাই ভাই ট্রেডার্সের প্রোপ্রাইটর ফারুক হোসেন লিটন চাঁদপুর কণ্ঠকে বলেন, কোম্পানি আমাকে কোনো কারণ ছাড়াই বহিষ্কার করেছে। আগে আমি কোনো নোটিস পাইনি। এয়াটেলের ডিলার আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের একটি গ্রুপ মেসেজে অপপ্রচার চালাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়