প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ১ লাখ টাকার অনুদান পেলেন হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মাহবুব আলম বাশারের পরিবার।
১৩ জুলাই মঙ্গলবার বেলা ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার কার্যালয়ে মরহুম সাংবাদিক মাহবুব আলম বাশারের স্ত্রী রাবেয়া বেগমের হাতে এই অর্থের চেক তুলে দেন। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম।
হাইমচর প্রেসক্লাবের সহায়তায় প্রয়াত সাংবাদিক মাহবুব আলম বাশারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক জাফর ওয়াজেদ, উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ মনিরুল ইসলাম কবির, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছে হাইমচর প্রেসক্লাব।