প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
দৃশ্যমান চিত্রটি কোনো পাড়া-মহল্লা বা প্রণোদনা প্রদানের স্থান নয়। চিত্রটি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র পুরাণবাজার বাণিজ্যিক এলাকার চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের নিচতলায় অবস্থিত অগ্রণী ব্যাংক লিঃ-এর বাইরে অপেক্ষমান মানুষের উপস্থিতির। বৈশি^ক মহামারী করোনাকে উপেক্ষা করে কঠোর লকডাউন চলাকালীন মানুষের এ ধরনের উপস্থিতিই প্রমাণ করে দেয় পুরাণবাজারে কেমন চলছে লকডাউন। কেমনভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, কেমনভাবে উপেক্ষিত হচ্ছে সামাজিক নিরাপত্তা। অবশ্য অগ্রণী ব্যাংক পুরাণবাজার শাখার এমন দৃশ্যটি নতুন নয়। এর আগেও এ ধরনের সংবাদ ও ছবি চাঁদপুর কণ্ঠে ছাপা হয়েছে। কিন্তু টনক নড়েনি কর্তৃপক্ষের। ব্যাংকের বাইরে দাঁড়িয়ে সীমাহীন কষ্ট শিকার করে, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে নারী-পুরুষদেরকে প্রায়ই গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। গ্রাহক হিসেবে ব্যাংকের কাছে সামান্যতম সৌজন্যতা তারা পান না। করোনাকালে ব্যাংক কর্মকর্তাগণ নিজেদের নিরাপত্তার কথা মাথায় রাখলেও বাইরে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যারা প্রকাশ্যে দিবালোকে এমনি গাদাগাদি অবস্থার মধ্য দিয়ে লকডাউন ভঙ্গ করছেন, তা যেনো দেখছেন না। ছবি ও প্রতিবেদন : বিমল চৌধুরী।