প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত ১৬২তম বাৎসরিক উৎসব, মহোৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনায় গত ১২ ফেব্রুয়ারি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে গতকাল ২০ ফেব্রুয়ারি রোববার সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠিত কুঞ্জভঙ্গ, কীর্তন সহযোগে নগর পরিভ্রমণ, দধিভা- ভঞ্জনম জলকেলী ও শান্তিবারি গ্রহণের মধ্য দিয়ে। এদিন মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগারাধনা ও ভোগারতি অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহোৎসব অনুষ্ঠানে জেলা শহরসহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে প্রচুর ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়। ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে মহা প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ প্রদান পূর্বে মন্দির প্রাঙ্গণে, মন্দির ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ধর্মানুরাগী সুভাষ চন্দ্র রায়ের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্তী ও অনিক চক্রবর্তী। এ সময় জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন প্রমোদ দাস, শেখর পাল, গোপাল সাহা, শিমুল সাহা, দুলাল রায়, সুকান্ত সাহা টিটু, মানিক সাহা, অজিত সাহা, দিপু ধর, গোবিন্দ সাহা, নেপাল সাহা, লিটন সাহা, রিপন সাহা, মানিক পাল, কানাই সাহা, রনজিত পাল, সুমন দাস, পরিমল দাস, উত্তম সাহা, রামু সাহা, দ্বীপক সাহা, অনু সাহা, বিনু সাহা, উত্তম বর্মন প্রমুখ।