বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

কচুয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলার কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাচীর ভাংচুর, শ্রেণিকক্ষে তালা, সীমানা ও মালামাল চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল ১৯ ফেব্রুয়ারি শনিবার সকালে মাদ্রাসা সংলগ্ন কচুয়া-তেতৈয়া সড়ক অবরোধ করে এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, স্থানীয় অধিবাসী আবুল বাসার দলবল নিয়ে রাতের আঁধারে মাদ্রাসার সীমানা প্রাচীর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ইবতেদায়ী শাখার মালামাল লুট নিয়ে যায় এবং শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়।

মাদ্রাসার সুপার আবু ছালেহ জানান, কোমরকাশা গ্রামের শিক্ষানুরাগী আম্বর আলী ১৯৮৪ সালে ৬৫নং কোমরকাশা মৌজার ১০৪ দাগে ২০ শতক সম্পত্তি মাদ্রাসার নামে দান করেন। অথচ কোমরাকাশা গ্রামের আবুল বাসার বিভিন্ন সময় ওই সম্পত্তি নিজের দাবি করে দখলের চেষ্টা করে যাচ্ছেন। গত ১৬ ফেব্রুয়ারি রাতে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে। বর্তমানে মাদ্রাসার দখলীয় সম্পত্তি নিয়ে আদালতের স্থিতাবস্থা রয়েছে।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকগণ অচিরেই মাদ্রাসার তালা খুলে দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ করতে সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়